আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার বাইপাস সড়কসহ হাটবাজারে রাত ৮টার পর থেকে এক শ্রেণির যুবকরা জুয়া খেলায় আসক্ত হয়ে উঠেছে।
জানা গেছে, সাতক্ষীরা বাইপাস সড়কসহ সদরের বিভিন্ন হাটবাজারে রাত ৮টার পর থেকে গভীর রাত পর্যন্ত দোকান খুলে রেখে দোকান মালিকদের নেতৃত্বে উঠতে বয়সী শিক্ষার্থী থেকে শুরু করে যুবকরা জুয়া খেলায় মেতে উঠেছে।
আবাদেরহাট, কদমতলা বাজার, সাতক্ষীরা বাইপাস সড়ক, পরানদহ বাজার, বৈকারী বাজার, কাথন্দা বাজার, ঝাউডাঙ্গা বাজার, খানপুর বাজার, আখড়াখোলা বাজার, বিনেরপোতা বাজার, রাজনগর বাজার, মাগুরা বাজার, বাবুলিয়া বাজার, নারানজোল বাজার, সাতানী বাজার, বাঁশদহা বাজার, রেইউ বাজারসহ বিভিন্ন এলাকায় দোকান খুলে যুবকরা মোবাইল গেমস্, ক্যারাম বোর্ড, তাস খেলা, দাবাখেলা ও লুডু খেলার নামে টাকার বিনিময়ে জুয়া খেলা চালাচ্ছে বলে এলাকাবাসি জানান।
বিশেষ করে সাতক্ষীরা বাইপাস সড়কের মাছবাজার সড়ক হতে লাবসা জিরোপয়েন্ট সড়ক পর্যন্ত রাত ৮টার পর থেকে গভীর রাত পর্যন্ত দোকান খুলে রেখে যুবকরা এসব জুয়া খেলায় মেতে উঠেছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। তবে জুয়ার কারণে টাকা যোগাড় করতে যুবকরা বাইপাস সড়ক এলাকায়সহ বিভিন্ন এলাকায় মসজিদে মসজিদে, ইটভাটায় ও বাসাবাড়িতে প্রতিনিয়ত করছে চুরি। ইতোপূর্বে মসজিদে, বাসাবাড়িতে ও ইটভাটায় চুরি হয়েছে বলে জানা গেছে।
এবিষয়ে জেলা প্রশাসনের এনডিসি কর্মকর্তা জানান, বিদ্যুৎ অপচয়ের রোধে সব জায়গায় আমাদের অভিযান পরিচালনা অব্যাহত আছে। তবে বাইপাস সড়কে অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।
সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স ম কাইয়ুম বলেন, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।