আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরা কালিগঞ্জের কৃষ্ণনগর থেকে একটি পাইপগান, একটি সেলাই রেঞ্জ ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে কালিগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (১ এপ্রিল) বিকাল ৫টায় টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের সরদারপাড়ায় আব্দুল মান্নান সরদারের বসত ভিটার গাছের শুকনো ঝরা পাতার স্তপের ভিতর থেকে কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা অস্ত্র ও গুলি উদ্ধার করেছেন।
সরেজমিনে জানা যায় পার্শ্ববর্তী বিষ্ণুপুর ইউনিয়নের পানঘাট গ্রামের পরিতোষ মন্ডলের স্ত্রী একাদশী মন্ডল (২৮) ও একই গ্রামের কেনা ম-লের স্ত্রী নমিতা মন্ডল (৪৬) জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য মান্নান সরদারের বসত ভিটার বাগানে গাছের ঝরা পাতা সংগ্রহ করতে গেলে পাতার স্তুপের মধ্য গুলি ও অস্ত্র দেখতে পেয়ে বাগানের মালিক আব্দুল মান্নানকে জানালে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সাইফুল ইসলামের মাধ্যমে প্রশাসন কে অবহিত করেন। খবর পাওয়া মাত্রই কালিগঞ্জ থানা পুলিশের এএসআই তরুণ কুমার অধিকারি ঘটনাস্থলে পৌঁছান এবং পরবর্তীতে ওসি গোলাম মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করে একটি পাইপগান একটি সেলাই রেঞ্জ এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় চাপা আতংক বিরাজ করছ।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা এলাকাবাসিকে আতংকিত না হয়ে এলাকার অপরাধ কার্যক্রমের সাথে জড়িতদের ও অপরাধের তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহবান জানিয়েছেন এবং অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনা তদন্তপূর্বক অপরাধীদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেন।