আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এম, শাহ আলম ও সাবেক সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজাম সমিতির গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব পালন না করে লক্ষ লক্ষ টাকা বাজেট বহিভূতভাবে স্বেচ্ছাচারিতার মাধ্যমে খরচ অপচয় সহ গঠনতন্ত্র পরিপন্থি ও বাজেট বহির্ভুত কাজ করায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী বারের সম্মান রক্ষার্থে ১৮ মার্চ সকল সাধারণ আইনজীবীদের নিয়ে মতবিনিময়ের মাধ্যমে সাতক্ষীরা জেলা আইনজীবী ঐক্যপরিষদ নামে সর্বদলীয় একটি কমিটি গঠন করা হয়।
কমিটির আহবায়ক নির্বাচিত হন সাবেক এমপি এড. স,ম, সালাহ উদ্দিন, সদস্য সচিব নির্বাচিত হন আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মোঃ আব্দুল মজিদ, প্রধান উপদেষ্টা নির্বাচিত হন সাবেক পিপি, সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ এড. এস,এম, হায়দার। উক্ত কমিটি করার পর এড. শাহ আলম ও এড. তোজাম্মেল হোসেন তোজাম আইনজীবী ঐক্যপরিষদের নির্বাচিত নেৃতবৃন্দসহ অন্যান্য নেতৃবৃন্দদের অশ্লীল ভাষায় গালিগালাজ এবং বিভিন্নভাবে হয়রানি ক্ষতিগ্রস্থ ও সম্মানহানি করার গভীর ষড়যন্তে লিপ্ত থাকে ও ভয়ভীতি হুমকি প্রদর্শন করে।
২৭ এপ্রিল বেলা ১২টা ৩০মিনিটে এড. স,ম, সালাহ উদ্দিন এর ল চেম্বারে ২০ জন আসামী প্রত্যেকে হাতে লোহার রড, লাঠি, হকিস্টিক, ইট ইত্যাদি নিয়ে ধর, মার, ভাংচুর কর মর্মে শ্লোগান দিতে থাকে। আসামীরা দলবদ্ধভাবে শক্তির মহড়া দিতে থাকে ও ত্রাস সৃষ্টি করতে থাকে। ভীতিকর অবস্থা, বিশৃংখলা ও অরাজকতা সৃষ্টি করে ল চেম্বারে বাড়ী মারে। নামফলক ভাংচুর করে এবং ক্ষতিসাধন করে।
আসামীগন অশ্লীল অমার্জিত ভাষায় গালিগালাজ করে এবং ত্রাস সৃষ্টি করে। সাধারণ আইনজীবীরা প্রাণভয়ে দৌড় মারে। উক্ত ঘটনায় সাবেক এমপি এড. স.ম. সালাহউদ্দিনের পক্ষে এড. মোঃ নুরুল আমীন বাদী হয়ে দ্রুত বিচার ট্রাইবুনালে মামলা দায়ের করে। মামলার আসামীরা হলেন, সাবেক সভাপতি এড. এম, শাহ আলম,এড. সরফুদ্দিন , এ,এস,এম, আশরাফুল আলম, এড. সরদার আমজাদ হোসেন, এড. তোজাম্মেল হোসেন তোজাম, এড. ওসমান গনি, এড. তপন কুমার দাস, এড. আজিবর রহমান, এড. জেড,এম, আব্দুল্লাহ আল মামুন, এড. শেখ ইজেএস হাসিব, এড. আসাদুল ইসলাম আসাদ, এড. তারিফ ইকবাল অপু, এড. শেখ আরিফুর রহমান আলো, এড. রফিকুল ইসলাম, এড. আমিনুর রহমান চঞ্চল, এড. শাহেদুজ্জামান শাহেদ, এড. জিয়াউর রহমান, এড. শামিমুর রেজা শামিম, এড. গাজী আব্দুস সালাম, এড. আসাদুর রহমান বাবু সহ আরো অনেক অজ্ঞাতনামা আসামী।
একইদিন আসামীরা ঘটনাস্থলে প্রত্যেকে হাতে একই দিন ১২টা ৩০ মিনিটের সময় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ, সাবেক পিপি এড. এস,এম হায়দার এর ল চেম্বারে আসামীরা একইরুপ ঘটনা ও তান্ডব চালায়।উক্ত ঘটনায় এড. এস,এম, হায়দার এর পক্ষে এড. মোছাঃ সেলিনা আক্তার শেলি বাদী হয়ে দ্রুত বিচার ট্রাইবুনাল, সাতক্ষীরায় মামলা করে। একইদিন ১২টা ৪৫ মিনিটের সময় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আইনজীবী ঐক্য পরিষদের সদস্য সচিব এড. মোঃ আব্দুল মজিদ এর ল চেম্বার একই আসামীরা তান্ডব সৃষ্টি করে একই কায়দায় ভাংচুরের চেষ্টা করে একই রকমের ঘটনা ঘটায়।উক্ত ঘটনায় এড. আব্দুল মজিদের পক্ষে এড. মোঃ শাহিনুজ্জামান শাহিন বাদী হয়ে দ্রুত বিচার ট্রাইবুনালে মামলা করেছে। প্রত্যেকটি মামলায় বিজ্ঞ বিচারক আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত করে বিজ্ঞ আদালতে রিপোর্ট প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন।
উক্ত মামলায় উল্লেখ আছে যে, আসামী এড. এম, শাহ আলম সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ভাংচুর ও ক্ষতি সাধন করায় বিজ্ঞ বিচারক নিজে এজাহারকারী হয়ে এড. এম, শাহ আলম সহ তার সহযোগীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। উক্ত মামলায় এড. এম, শাহ আলমের ২ বছর সশ্রম কারাদন্ড হয়। যাহা পরবর্তীতে আপীলে দন্ডাদেশ বাতিল হয়।