আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরায় আমার বাড়ি আমার খামার প্রকল্প এবং পল্লী সঞ্চয় ব্যাংকের সহস্রাধিক গ্রাহকের নামীয় সঞ্চয় ও ঋণের প্রায় দেড় কোটি টাকা আত্মসাত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক, এক জুনিয়র অফিসার, সুপারভাইজার ও মাঠসহকারীসহ ৮ জনকে সাময়িক বরখাস্ত করার পর তাদের নামে বিভাগীয় মামলা হয়েছে। পুলিশ এক কর্মকর্তাকে এরই মধ্যে গ্রেফকার করেছে।
মামলার অভিযুক্ত ব্যক্তিরা হলেন, পল্লী সঞ্চয় ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মো. মেহেদী হাসান, জুনিয়র অফিসার মো. আব্দুল মুকিত, মাঠ সহকারী শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, আফরিন সুলতানা, গৌতম কুমার, শংকর কুমার এবং তপন কুমার।
বিভাগীয় মামলার বর্ণনা দিয়ে আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক সাতক্ষীরা জেলা সমন্বয়কারী মো. আব্দুর রহমান বাংলার এক্সপ্রেসকে জানান, আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক সাতক্ষীরাতে কার্যক্রম শুরু হওয়ার থেকে শাখা ব্যবস্থাপক মেহেদী হাসান ও অভিযুক্ত অন্য কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে প্রকল্প এবং ব্যাংকের গ্রাহদের সঞ্চয়কৃত ১ কোটি ৪৭ লাখ আত্মসাত করেন, যা সম্প্রতি অডিট করে জানা গেছে। এরপর ওই ৮ ব্যক্তির নামে দায়িত্বে অবহেলা, দুর্নীতি, আত্মসাত ও চুরির অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় পুলিশ জুনিয়র অফিসার মো. আব্দুল মুকিতকে গতকালই গ্রেফতার করেছে। এছাড়া ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা উদ্ধারের জন্য সরকারের পক্ষ থেকে জোর চেষ্টা চালানো হচ্ছে।