আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার তালার নগরঘাটায় কালভার্ট নির্মাণে ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। ফলে এলাকার জনসাধারণে মধ্যে দেখা দিয়েছে এক প্রকার চাপা ক্ষোভ।
প্রত্যক্ষদর্শীরা জানান এমন পরিস্থিতে তাদের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কারোর কিছু করার নেই। যে কারণে ঠিকাদার নির্বিঘে তাঁর নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন।
এলাকাবাসী জানান, তালা উপজেলার ২নং নগরঘাটা ইউনিয়নের মাওঃ মোঃ মেহেদী হাসানের দোকান সংলগ্ন এবং সিরাজি বাঁশতলা নামক স্থানে ২ টি কালভার্ট সম্প্রতি নির্মিত হচ্ছে। কালভার্ট ২ টিতে ফাঁকা ফাঁকা রড দিয়ে কোন প্রকার দায়সারা কাজ চালিয়ে যাচ্ছেন। কোন প্রকার ভারী যানবাহন চলাচল করলে দুর্ঘটনার স্বিকার হতে। রাস্তা পাকাকরণের কাজ চলমান থাকা অবস্থায় ত্রিশমাইল থেকে ধানদিয়া সড়কের আমিনিয়া আলিম মাদ্রাসার সামনে থেকে পিচ উঠে মাটি বের হয়ে গেছে। যেটা দেখলে বোঝা যাবে এই রাস্তাটি কতদিন টিকতে পারে।
তবে প্রত্যক্ষদর্শীরা রুহুল আমিন, মিজানুর রহমান, বাদলসহ স্থানীয় অনেকে অভিযোগ করে বলেন, ১ থেকে ২ ফুট করে রড কেটে কেটে ঢালায়ের বাহিরের মুখ বরাবর দিয়ে তড়িঘড়ি করে ঢালায় দিয়ে দিয়েছে। যাহাতে করে জনসাধারণ বুঝতে পারে কালভার্ড ২ টিতে অনেক রড দেওয়া হয়েছে।
কালভার্ট নির্মাণ করতে আসা ওই সমস্ত মিস্ত্রিদের কাছে জানতে চাইলে তারা জানান, ঠিকাদার আমাদেরকে যেভাবে নির্দেশ দেন আমরা সেইভাবে তাঁর নির্দেশ পালন করে থাকি। ভুলবশত একটি কালভার্ট নিচু হওয়াতে উপরে আবার ঢালাই দেওয়ার কথা স্বীকারও করেন।
এ ব্যাপারে জানতে চাইলে ঠিকাদারী প্রতিষ্ঠান রাকা এন্টার প্রাইজের স্বত্তাধীকারী তপন চক্রবর্তী জানান, নগরঘাটা ও ধানদিয়া সড়কে আমার ৩টি কালভার্ট পড়েছে। যার মধ্যে ধানদিয়া ইউনিয়নের টা নিয়ে ঝামেলা চলছে। কাজের লাইনে খুব একটা যাওয়া পড়েনা। তবে মিস্ত্রিরা কিভাবে কাজ করছে সেটার খোঁজ খবর নিয়ে দেখবো।
এমতাবস্থায় উক্ত কালভার্ট দুইটির কাজ যাহাতে সরকারি নিয়ম মেনে বাস্তবায়ন হয় এবং চলাচলের দীর্ঘস্থায়ী উপযোগী হয় সেদিকে নজর দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।