আব্দুল ওয়াহাব, চট্টগ্রাম থেকেঃ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে আন্তরিক। বর্তমান সরকার মনে করে সাংবাদিকদের জীবনমানের উন্নয়ন অত্যন্ত জরুরি। তাই তিনি সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট করে দিয়েছেন। যেকোন সংকটে এই ট্রাস্ট থেকে সাংবাদিকরা সহযোগিতা নিতে পারবেন। রবিবার সাতকানিয়া প্রেসক্লাবের সহযোগিতায় বাংলাদেশ প্রেস প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে তিনদিন ব্যাপী সাংবাদিকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালিযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের গণমাধ্যমকর্মীরা ভালো থাকলে, সংবাদ মাধ্যম ভালো থাকে, দেশে গণতন্ত্র সুসংহত হয় এবং দেশের সার্বিক উন্নয়নে সহায়ক হয়। সেই লক্ষ্য নিয়ে গণমাধ্যমের উন্নয়ন ও সম্প্রসারণে নিরলসভাবে কাজ করছে সরকার।
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতা অনেক। তাদের পেশাগত মানোয়ন্নয়ের কোন বিকল্প নেই। পেশাগত মানোন্নয়নে যত বেশি প্রশিক্ষিত হবে তত বেশি সমৃদ্ধ হবে। মফস্বলে সাংবাদিকরা নিজ নিজ এলাকার অবহেলিত, অনুন্নত, উন্নয়ন-বঞ্চিত জনপদের মুখপাত্রের মতো কাজ করেন। ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় তাদের ভূমিকা অনস্বীকার্য।
সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকনের সঞ্চালনায় ও পিআইবি’র প্রশিক্ষক শেখ মজলিশ ফুয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালিযুক্ত হয়ে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহেদ হোসাইন।
কর্মশালা প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন সিনিয়র সাংবাদিক আনীস আলমগীর।
তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকতা, তথ্য সংগ্রহ, রিপোর্ট তৈরি, অনুসন্ধানী সাংবাদিকতা, যোগাযোগ, সাংবাদিকদের নীতি নৈতিকতা, সংবাদপত্রে ভাষার ব্যবহার, রিপোর্ট লেখার কৌশলসহ সাংবাদিকতার বিভিন্ন বিষয়াদি প্রশিক্ষণ দেওয়া হয়।