আব্দুল ওয়াহাব, চট্টগ্রামঃ চট্টগ্রামের সাতকানিয়ায় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন আসন্ন চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সাতকানিয়া (সদস্য আসন-১৪) থেকে নির্বাচনে অংশগ্রহণকৃত প্রার্থী গোলাম ফেরদৌস রুবেল। শনিবার (১৫ অক্টোবর) উপজেলার একটি রেষ্টুরেন্টে আয়েজিত সভায় উপস্থিত ছিলেন, সাতকানিয়া আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী কচির, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আবুল কালাম সহ আ’লীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।
এসময় গোলাম ফেরদৌস রুবেল বলেন, আমি শুধু জনসেবার উদ্দেশ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ডে কিভাবে উন্নয়ন করা যায় সে বিষয়ে কাজ করব। প্রতিটি ওয়ার্ডে নিজে গিয়ে পরিদর্শন করব এবং কোথায় কোন ধরনের উন্নয়নের দরকার আছে সে বিষয়ে প্রত্যেকজন ইউপি চেয়ারম্যান,সদস্য ও মেয়র কাউন্সিলরদের সাথে সমন্বয় করে কাজ করব। সাতকানিয়ার হয়ে জেলা পরিষদে সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করব।
প্রসঙ্গত: আগামী ১৭ই অক্টোবর ইভিএম’র মাধ্যমে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে ইতিমধ্যে ভোট কক্ষে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে কমিশন। সেদিন নির্বাচনে ভোট প্রয়োগ করবেন সাতকানিয়া উপজেলার ১৭টি ইউপি’র চেয়ারম্যান ও সদস্য এবং পৌরসভার মেয়র, কাউন্সিলর ও উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ মোট ২৩৭ জন ভোটার। তবে নির্বাচনী জঠিলতা থাকায় ভোট প্রয়োগ করতে পারবেননা এক ইউপি চেয়ারম্যান।