আব্দুল ওয়াহাব, লোহাগাড়া (চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত করা হয়েছে।
২৬ মে শুক্রবার বিকাল ৩ টায় সাতকানিয়া মাদার্শা ইউনিয়ন মক্কার বাড়ীতে সাতকানিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কর্মী সভার আয়োজন করা হয়।
যুবলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন,সংগঠনকে গতিশীল করতে গঠনতন্ত্র অনুযায়ী প্রতিমাসে একটি করে হলেও কর্মী সভা করতে হবে। তাহলেই সংগঠনের প্রতি নেতাকর্মীদের টান থাকবে। সেই সাথে সাথে যুবলীগকে আরো সাংগঠনিক গতিশীল করার আহবান জানান।
সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু নঈম মুহাম্মদ সেলিম চৌধুরী’র সভাপতিত্বে যুগ্ম আহবায়ক হারেজ মুহাম্মদ এর সঞ্চালনায় যুবলীগের কর্মী সভায় উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মুর্তজা কামাল মুন্সি,তৌহিদুল ইসলাম,মোহাম্মদ শহিদুল ইসলাম,শাহাদাত কবির বাহাদুর,মাঈনুদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবিদুর হোসেন, মোহাম্মদ নুরুল আমিন আ.ন.ম ফরহাদুল আলম,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহেদুল হক মার্শাল,সহ- সম্পাদক আরমান হেলালী, কতুব শাহ ইমন,সিনিয়র সদস্য মোহাম্মদ মহিউদ্দিন,সাতকানিয়া পৌরসভা যুবলীগের সভাপতি মোহাম্মদ আনিচ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ ইকবাল,নুলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী,চরতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরী,এওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক সাতকানিয়া পৌরসভা কাউন্সিলর মোহাম্মদ আরফাত, মুহাম্মদ আরিফ,আব্দুল হালিম,মোহাম্মদ রাসেলসহ সাতকানিয়া উপজেলা সর্বস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।