বাগেরহাট প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা মাছ ধরার ট্রলার থেকে ১১জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। শুক্রবার (০৪ আগস্ট) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। এফবি জুবায়দুল হক নামে ওই ট্রলারের মালিক আবুল কালাম। ভাসমান জেলেদের বাড়ি বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, পাথরঘাটার সাংবাদিক জসিম এবং বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর দেওয়া তথ্যে তারা জানতে পারেনগত শনিবার (২৯ জুলাই) বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা থেকে “এফবি জোবায়েদ” নামের মাছ ধরার ট্রলারটি সব সামগ্রী নিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে সাগরে রওনা দেন ১১জন জেলেরা।
বৃহস্পতিবার (৩ আগস্ট) মাছ ধরা শেষে ফেরার সময় আনুমানিক ৯টায় জেফোড পয়েন্টের কাছে বৈরী আবহাওয়ায় অতিরিক্ত ঢেউয়ের কারণে পানি ঢুকে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে।
শুক্রবার (৪ আগস্ট) কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) উদ্ধারকারী দল সকাল ১১টায় অভিযান পরিচালনা করে ট্রলার এবং ট্রলারে থাকা ১১ জন জেলেকে নিরাপদে কোস্টগার্ডের দুবলা স্টেশনে নিয়ে আসে। তাদের খাবার এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পরবর্তীতে উদ্ধারকৃত মাছ ধরার ট্রলার ও জেলেদের মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।