আজকের প্রেক্ষাপটে অনেক তরুণ মৌলবাদে জড়িয়ে পড়ছে, মাদকাসক্ত হচ্ছে। সমাজকে এগিয়ে নিতে হলে সাংস্কৃতিক জাগরণ প্রয়োজন। সাংস্কৃতিক জাগরণ সৃষ্টি হলে মৌলবাদ দূর হবে।
বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় মনে হচ্ছে, আওয়ামী লীগের পাল্টা কর্মসূচিতে বিএনপি ভয় পেয়েছে। ক’দিন পরপর বিরতি দিয়ে আন্দোলন প্রমাণ করে, পুরাতন গাড়ি বসে যায়। সেটা চালু রাখার জন্য স্টার্ট দেয়।
তথ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে বিএনপি। বিএনপির বড় বড় নেতারা রাজনীতির কাক। ক্ষমতার উচ্ছিষ্ট খাওয়ার জন্য এরা বিএনপিতে যোগ দিয়েছে। বিএনপির জন্মটাই অগণতান্ত্রিক জন্ম। বিএনপির সবাই অন্য দল করতেন, ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণের জন্যই এরা বিএনপি করছে।
সেন্সরবোর্ডে আটকে থাকা সিনেমা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই সিদ্ধান্ত একান্তই সেন্সরবোর্ডের। আমি সেন্সরবোর্ড এর সাথে সম্পৃক্ত না। সেন্সরবোর্ড কোনো ছবি আটকে রাখলে সেটা নিয়ে আপিল বিভাগে যোগাযোগ করতে হবে। এখানে আমার বলার বা করার কিছু নেই।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আরও বলেন, হল চালাতে গেলে প্রতি মাসে ভালো সিনেমা দরকার। হলগুলো নতুন করে সেজেছে। পরিবেশ উন্নত হয়েছে। হল মালিকদের দাবি ছিল, মাসে একটা ভারতীয় সিনেমা আনা। শিল্পী সমিতি সম্মত হলে এটা হতে পারে।