আজিজুর রহমান দুলালঃ: গত ২০ মে (বৃহস্পতিবার) সকাল ১০টায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা প্রেস ক্লাবে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও তার বিরুদ্ধে মামলার ঘটনায় উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে প্রেস ক্লাবের সকল সাংবাদিক।
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনকালে সচিবালয়ে হেনস্তা এবং তার বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে আলফাডাঙ্গা প্রেস ক্লাব। প্রেস ক্লাবের সভাপতি এনায়েত ফকির ও সাধারণ আলমগীর কবির বৃহস্পতিবার সকাল ১০টায় প্রেস ক্লাবে এক বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে প্রেস ক্লাবের নেতৃদ্বয় বলেন, রোজিনা বেশ কিছুদিন থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছিলেন। যে কারণে মন্ত্রণালয়ের বেশ কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা তার উপর ক্ষুদ্ধ ছিল। গত সোমবার ১৭/০৫/২০২১ নিয়মিত সংবাদ সংগ্রহের কাজে সচিবালয়ে গেলে ওইসব কর্মকর্তারা তাকে প্রায় ৬ ঘন্টা আটকে রেখে হেনস্তা করে।