আজিজুর রহমান দুলালঃ সংবাদ প্রকাশের জেরে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাব।
কর্মসূচির অংশ হিসেবে আজ (১৮ জুন) রবিবার সকাল ১১টায় প্রেসক্লাব চত্বরে প্রেসক্লাবের সভাপতি ও সেকেন্দার আলম এর নেতৃত্বে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন এর প্রতিনিধি আলমগীর কবির, দৈনিক সমকালের সাংবাদিক এস এম ইকবাল হোসেন, দৈনিক নয়া দিগন্ত সংবাদ দাতা এস এম কোবাদ হোসেন, শিক্ষা তথ্য প্রতিনিধি মোঃ শাহারিয়ার হোসেন, দৈনিক খবরপত্র এর প্রতিনিধি গোলাম আযম মনির, দৈনিক ভোরের কাগজ এর প্রতিনিধি মোঃ কবির হোসেন, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আজিজুর রহমান দুলাল, দৈনিক বালাদেশ সমাচার এর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম, দৈনিক ভোরের ভাকের প্রতিনিধি আবুল বাশার মিয়া, সাংবাদিক কামরুল হক ভূঁইয়া, লায়েকুজ্জামান ও এনামুল হক রুবেল প্রমুখ।