সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে সমাবেশ ও মানববন্ধন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীরে সাংবাদিক এম. ইদ্রিস আলী ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার দুপুরে একটি প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুনবীর ইউনিয়নের চৌমুহনী চত্ত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে স্থানীয় জনগণ, সাংবাদিক সমিতি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

পরে জানা যায়, শুক্রবার (১ নভেম্বর) রাত আনুমানিক ১১:২৫ মিনিটের সময় ইদ্রিস আলী তার স্ত্রীকে নিয়ে শাশুড়ির বাড়িতে অবস্থান করছিলেন। ওই সময় বহিরাগত কয়েকজন সন্ত্রাসী তার বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকি— এবং তিনি নৃশংসভাবে আঘাতপ্রাপ্ত হন। হামলায় শারীরিকভাবে নির্যাতিত হওয়ার অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।

সমাবেশে সাবেক ইউপি সদস্য আহাদ মিয়া, বিএনপি নেতা শামীম আহমেদ, জয়নাল আবেদিন টেনু ও আব্দুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। তারা বলেন, এটি কেবল একজন সাংবাদিকের বিরুদ্ধে হামলা নয়; সত্যকে দমনের একটি নাটকীয় বহিঃপ্রকাশ। বিএনপি নেতা শামীম আহমেদ বলেন, “আমরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

বক্তারা সরকারের প্রতি জোরালো আবেদন জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বলছেন এবং ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করেছেন। তারা আরও জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীরা গ্রেপ্তার না করা হলে স্থানীয় জনতা ও সাংবাদিক সমাজ আরো কঠোর আন্দোলনমূলক কর্মসূচি ঘোষণা করবে।

প্রতিবাদকারীরা একবাক্যে বলেন, “আমরা ন্যায় ও সত্যের পাশে আছি। সাংবাদিক ইদ্রিস আলীর উপর হামলা মানে গণমাধ্যমের উপর হামলা — আমরা এটি কোনোভাবেই মেনে নেব না।”

Facebook Comments Box
Share: