পাবনার সাঁথিয়ায় কাশিনাথপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ডিলার আনিছুর রহমানের বিরুদ্ধে হতদরিদ্রদের মাঝে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০টাকা কেজির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে।
অভিযোগকারীরা জানান, ডিলার আনিছুর রহমান ১ম কিস্তির চাল দিয়ে তাদের কার্ডগুলো রেখে দেন। পরবর্তীতে চাল আনতে গেলে ডিলার তাদেরকে আর চাল দেননি। কার্ডও ফিরিয়ে দেননি।
এরপর ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদের কাছে গিয়ে তাদের কার্ড ও চাল দাবি করে অভিযোগ দেন। এবং ডিলার আনিছুরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
তবে অভিযোগ অস্বীকার করে ডিলার আনিছুর বলেন, এ ব্যাপারে ভুল হয়ে থাকলে আমি আমাদের ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট লোকদের সঙ্গে নিয়ে অফিসে গিয়ে ঠিক করে আসব।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ জানান, অভিযোগ পেয়ে অ্যাসিল্যান্ড তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। দোষী সাব্যস্ত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।