![IMG_20200610_210233.jpg](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/06/IMG_20200610_210233.jpg)
আগামী সপ্তাহেই যুক্তরাজ্য ও কাতারে ফ্লাইট পরিচালনার মাধ্যমে নিষেধাজ্ঞা তুলে দেয়ার সিদ্ধান্তনিচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ফলে ঢাকা থেকে যুক্তরাজ্যে সরাসরি ফ্লাইট চালাতে পারবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
তবে করোনাভাইরাসের কারণে কাতারে বাংলাদেশী যাত্রী প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় কেবল ঢাকা-দোহা রুটে ট্রানজিট যাত্রী পরিবহন করতে পারবে কাতার এয়ারওয়েজসহ দেশীয় বিমানসংস্থাগুলো। অন্যদিকে ঢাকা-দুবাই রুটে ফ্লাইট পরিচালনা করতে চাচ্ছে এমিরেটস এয়ারলাইনসও। তবে তারাও কেবল ট্রানজিট যাত্রী পরিবহন করতে আগ্রহী। তবে নভেলকরোনাভাইরাসের ঝুঁকিতে থাকায় এ মুহূর্তে বাংলাদেশী কোনো এয়ারলাইনসকে প্রবেশাধিকার দিতে আগ্রহী নয় সংযুক্ত আরব আমিরাত। ফলে সেদেশের কোনো এয়ারলাইনসকেও আপাতত ঢাকা থেকে ট্রানজিট যাত্রী পরিবহনেরঅনুমতি দিতে আগ্রহী নয় বেবিচক। ফলে সহসাই চালু হচ্ছে না এমিরেটস এয়ারলাইনসের ঢাকা-দুবাই ফ্লাইট।