স্ত্রী বুশরা বিবিকে নিয়ে মক্কার পবিত্র কাবা ঘরের ভেতরে প্রবেশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
রোববার বিশেষ নিরাপত্তায় ওমরাহ পালন করেন তিনি। এ সময় সস্ত্রীক কাবা ঘরে প্রবেশ করেন ও হাজরে আসওয়াদ পাথর চুম্বন করেন পাক প্রধানমন্ত্রী। খবর আরব নিউজের। এর আগে মদিনায় হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারত করেন ইমরান খান। এসময় তিনি মসজিদে নববিতে নামাজ আদায় ও ইফতার করেন।
এছাড়াও মক্কায় এসে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-র মহাসচিব ড. ইউসুফ আল উসাইমিনের সঙ্গে সাক্ষাত করেন। এসময় তারা সাম্প্রতি মুসলিমবিশ্বের নানা ইস্যু নিয়ে আলাপ করেন।
সম্পর্ক জোড়া লাগাতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরব গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে শুক্রবার তিনি রিয়াদ পৌঁছান। পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ইমরান খানকে মধ্যপ্রাচ্যের দেশটিতে সপ্তম দফার সফরে উষ্ণ অভ্যর্থনাও জানানো হয়।