গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই সরকারকে সরে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমি বিশ্বাস করি এখানে গণঅভ্যুত্থান হবে, আর এর মধ্য দিয়েই আপনাদের সরে যেতে হবে। তাই আমরা বারবার বলেছিলাম, এখনো সেফ এক্সিট নেন। পরে কিন্তু পালানোর পথ পাবেন না।
শুক্রবার (৪ নভেম্বর) সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অভিযোগ বিএনপি মহাসচিব বলেন, সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে গণতান্ত্রিক আন্দোলন দমন করতে চাইছে। ধর্মঘট দিয়ে বরিশালে সব ধরনের পরিবহন বন্ধ তারই লক্ষণ। তারা মানুষকে ভয় পাচ্ছে। বিএনপি তো আছেই, কিন্তু তারা ভয় পাচ্ছে যে, জনগণ জেগে উঠছে।
আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তারা এতোটাই জনবিচ্ছিন্ন হয়ে গেছে, যে এখন মানুষ দেখলেই ভয় পায়। মনে করে এই বুঝি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলো।
বিএনপি তার অবস্থানে অটল উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আমাদের অবস্থান থেকে একচুলও নড়বো না। জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আমরা চালিয়ে যাবো।