সরকার দেশটাকে সিঙ্গাপুর বানাতে গিয়ে আজিমপুর বানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে প্রেসক্লাবের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাঘ, না থাকলে বিড়ালের চেয়েও অধম। সরকারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে লাখো মানুষ অপেক্ষা করছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে শ্রীলঙ্কার চেয়েও খারাপ পরিস্থিতি হবে। সরকার সিঙ্গাপুর বানাতে গিয়ে দেশটাকে আজিমপুর বানিয়েছে।
বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ আরও রসাতলে যাবে। ক্ষমতার লোভে ক্ষমতাসীনরা অন্ধ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তারা।
এ সময় দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগের বিএনপি বিষয়ক সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ দুর্নীতি করে দেশকে ধ্বংস করে দিয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া অথবা তারেক রহমান। তাই তাদের নিয়ে বাজে কথা বললে উচিত জবাব দেয়া হবে। দ্রুত ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ ইসি গঠন করতেও আহবান জানান তিনি।