আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। এই আন্দোলনে আওয়ামী লীগের গণতন্ত্রমনা নেতাদেরও শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতারা এ আহ্বান জানান।
বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ড. খন্দকার মোশাররফ বলেন, আন্তর্জাতিভাবে হাইব্রিড হিসেবে পরিচিত এই সরকারকে আর কেউ ক্ষমতায় দেখতে চায় না। তাই দেশে আইনের শাসন ফিরিয়ে আনতে সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। সেজন্য কী করতে হবে সবাই জানেন। আইয়ুব খানকে অভ্যুত্থানের মুখে সরে যেতে হয়েছিল।
মোশাররফ বলেন, এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। আওয়ামী লীগের বিরোধী ও আওয়ামী লীগের মধ্যেও যারা গণতন্ত্রমনা আছেন, তাদেরও আহ্বান জানাবো। আসুন, ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচার সরকারের হাত থেকে দেশকে রক্ষা করি।
বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছে। দিনের ভোট রাতে করেছে৷ মানুষকে হত্যা করেছে। মানবাধিকার দেশে লঙ্ঘিত হচ্ছে। সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। তাই এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, সরকার গায়ের জোরে ক্ষমতায় বসে আছে। দেশে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছেন তাদের হত্যা করা হচ্ছে, জেলে নেওয়া হচ্ছে, গুম করে দেওয়া হচ্ছে।
সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস পরিকল্পিতভাবে অস্বীকার করছে মন্তব্য করে ফখরুল বলেন, আবার সময় এসেছে রাষ্ট্রকে ফেরত পেতে। গণতন্ত্র ফিরিয়ে আনতে আবার ১৯৭১ সালের মতো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করতে হবে।
দেশে মানুষ নিরাপদ নয় মন্তব্য করে ফখরুল বলেন, সব রাজনৈতিক দলকে আহ্বান জানাবো দেশের জন্য সবাই ঐক্যবদ্ধ হই। আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করি। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনি। ৩৫ লাখ মানুষ যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তাদের মামলা থেকে মুক্ত করি।
‘উত্তাল মার্চ-১৯৭১ সাল’ শীর্ষক আলোচনা সভায় আরও বক্তব্য দেন জিএসডির আ স ম আব্দুর রব, ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম, জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইবরাহীম বীর প্রতীক প্রমুখ।
আ স ম রব বলেন, পারলে সরকার দেশের নামটাই পাল্টে ফেলে। কারও অবদান স্বীকার করা হয় না। যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে সেসব মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডারদেরও সম্মান দিচ্ছে না।
রব বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস এই সরকারের আগে কেউ এত বেশি বিকৃত করেনি। মানুষ হত্যা করেছে। মিথ্যা কল্পকাহিনী দিয়ে সত্য ইতিহাস বিকৃত করছে। মুক্তিযুদ্ধ নিয়ে আর কত ব্যবসা করবেন। আপনারা প্রতি সেকেন্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করছেন। তিনি (বঙ্গবন্ধু) যা বলেননি তাও বলানোর চেষ্টা করা হয়েছে। প্রজাতন্ত্রকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে।
খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়ার দাবি করে রব বলেন, খালেদা জিয়াকে চিকিৎসা করার সুযোগ দেননি। তাকে কারাগারে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। আসলে তাকে ভয় পায় সরকার।
জাতীয় সরকারের কথা তুলে আ স ম রব বলেন, সরকারকে ক্ষমতা থেকে সরাতে আন্দোলন করতে হবে। এককভাবে নয়, সবাইকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য জাতীয় সরকার গঠন করতে হবে। কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে নির্বাচন করতে হবে। তিনি বলেন, আন্দোলনে নেতৃত্ব দানকারী দলের নেতৃত্বে জাতীয় সরকার গঠন করতে হবে। আন্দোলনে থাকা সবাইকে নিয়ে সে সরকার গঠিত হবে।