সরকার কোন গায়েবি মামলা করছে না বরং বিএনপি গায়েবি অভিযোগ করছে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (২০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এ মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপির সমাবেশ বড় পিকনিকের মতো। সমাবেশের নামে চাঁদাবাজি করেছে তারা। অনেক ব্যবসায়ী এমন অভিযোগ করেছে বলে জানান তথ্যমন্ত্রী।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যেভাবে বড় সমাবেশ করতে চায়, এর জন্য বড় জায়গা হলো পূর্বাচল ও কেরাণীগঞ্জের দিকে। আর সরকার বিএনপির সমাবেশে সব ধরনের সহযোগিতা করছে। অথচ তারা সরকারকে সহযোগিতা না করে বাধা দিচ্ছে। আর সমাবেশের নামে বিশৃঙ্খলা হলে জনগণ তা প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
Drop your comments: