সরকারের কথাতে আশ্বস্ত হয়ে নির্বাচনে এসেছি। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু।
তিনি বলেন, ভোট সুষ্ঠু হবে, সেকথা নির্বাচন কমিশন বার বার বলেছে। সরকারের সাথে আসন ভাগাভাগি নয়, ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি। সেই লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে দলটি।
জাপা মহাসচিব আরও বলেন, ভোটের পরিবেশ সুন্দর থাকবে বলে আশা করছি। ভোটকেন্দ্রে ভোটার যদি আসতে পারে, তাহলে জাতীয় পার্টি সংখ্যাগরিষ্ঠ আসন পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগে, বুধবার (২২ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় জাতীয় পার্টি।
Drop your comments: