সরকারের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। আন্দোলন সংগ্রামের মাধ্যমেই এর জবাব দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান খানের মৃত্যুর খবর শুনে রাজধানীর এক হাসাপাতালে গিয়েছিলেন মির্জা ফখরুল। এ সময় তিনি এ কথা জানান। বিএনপি মহাসচিব বলেন, বরিশালে বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে ক্ষমতাসীনদের হামলায় আহত হয়েছিলেন শাহজাহান খান। এতে তার দুইটি কিডনিই নষ্ট হয়েছিল বলে অভিযোগ করেন করে ফখরুল।
Drop your comments: