আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: তালা উপজেলার কুমিরা ইউনিয়নের সরস্বতীঘাট এলাকায় পরিবেশ বিধ্বংসী মেসার্স নূর ব্রিক্স বন্ধ করার জন্য পরিবেশ অধিদপ্তর নির্দেশ দেওয়ার চার মাসে তা কার্যকর হয়নি। ফলে ওই এলাকার পাঁচ শতাধিক পরিবার দুর্বিসহ জীবন যাপন করছেন।
কৃষি জমির মাটি কেটে ওই ভাটার ইট বানানো হয়। চিমনি দিয়ে নিগত গরম ছাই ধানের জমিতে পড়ে ফসল পুড়ে যায় পার্শ্ববর্তী নারিকেল গাছ, কাঁঠাল ও আম গাছে ফলন কমে গেছে। ভাটার ট্রাক, ট্রাক্টর ও ট্রলি চলাচলের ফলে রাস্তায় পড়া মাটির উপর কুয়াশা ও সামান্য বৃষ্টিতেই ঘটছে দুর্ঘটনা। ট্রলির বিকট শব্দে শিক্ষার্থীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
বায়ুদূষণের ফলে শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্ট ও এলার্জী জাতীয় রোগে আক্রান্ত হচ্ছে। ভাটার শ্রমিকরা প্রসাব পায়খানা করে মন্দিরের পরিবেশ নষ্ট করছে। হিন্দু সম্প্রদায়ের শ্মশানের যাওয়ার রাস্তা, সরকারি রাস্তা ও খাল নিশ্চিহ্ন করে ভাটার মধ্যে ঢোকানো হয়েছে। প্রতিকার চেয়ে গত ১৯ জুলাই বন ও পরিবেশ মন্ত্রণালয় ও সাতক্ষীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।