আজিজুর রহমান দুলাল, ফরিদপুর জেলাঃ সরকারি চাল চুরির অপরাধে এক চেয়ারম্যানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুন) বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৫ নং বানা ইউনিয়নের চেয়ারম্যান হাদী হুমাউন কবীর বাবু ও ইউপি সচিব মোস্তাফিজুর রহমানকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
গোপন সূত্রের ভিত্তিতে দুপুর ২টার দিকে ইউনিয়ন পরিষদের সামনের দোকান থেকে ছয় বস্তায় ৩০ কেজি করে মোট ১৮০ কেজি চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান। এসময় আটক করা হয় ভ্যানচালক এরশাদ মোল্যাকে। ১ টন চাউল ঘূর্ণিঝড় আম্পানের ক্ষতিগ্রস্ত ব্যাক্তিদের জন্য বানা ইউনিয়নে বরাদ্দ করা হয়েছিল।
ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবের স্বীকারোক্তি মূলক দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর ৩৯ ধারা অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করেন নির্বাহী কর্মকর্তা।