সভা-সমাবেশ-মিছিলে বাধাদান করে সরকার নাগরিকদের সাংবিধানিক অধিকারকে ক্রামগত হরণ করে চলছে বলে মন্তব্য করেছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স।
শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরের বাম গণতান্ত্রিক জোটের সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, বর্তমান সরকারের দুঃশাসন ও লুটপাটের কারণে জাতীয় ও জনজীবনে সর্বগ্রাসী রূপ নিয়েছে।
রুহিন হোসেন প্রিন্সের অভিযোগ, সরকার দলীয় সন্ত্রাসীদের দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে। রাজনৈতিক দলের সভা-সমাবেশ, মিছিল করার অধিকার দেশের সংবিধান দ্বারা সংরক্ষিত। কিন্তু শাসক সরকার জনগণের সকল সাংবিধানিক অধিকার হরণ করে দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে।
১০ তারিখের সমাবেশকে ঘিরে গণগ্রেফতার ও গায়েবী মামলা দায়ের করে সরকারের ফ্যাসিবাদী চরিত্র আরেকবার উন্মোচিত হয়েছে বলেও জানান তিনি।