মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শায় পানিতে ডুবে সুরাইয়া ইয়াছমিন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার সময় শার্শার সাতমাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুরাইয়া ইয়াছমিন ওই গ্রামের ইসমাইল গাজীর মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে খেলতে খেলতে এক সময় চোখের আড়ালে চলে যায় সুরাইয়া । কিছুক্ষণ পরে মায়ের খেয়াল আসে মেয়েকে দেখা যাচ্ছেনা।
অনেক খোঁজা খুজির পর পাশের একটি পুকুরের পানিতে তাকে পাওয়া যায়। এসময় শিশু সুরাইয়াকে নিয়ে পরিবারের লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় শিশুটির পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছাঁয়া বিরাজ করছে।
উল্লেখ্য : গত এক সপ্তাহের ব্যবধানে যশোরের শার্শায় পানিতে ডুবে চার শিশুর অকাল মৃত্যু হলো। পরিবারের অসচেতনতায় একেরপর এক পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে।
দৈনিক একটি করে শিশু মৃত্যুর ঘটনায় সচেতন মহলে নিজেদের শিশু সন্তানদেরকে নিয়ে এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মৃত্যুর হার কমাতে করনীয় শীর্ষক পদক্ষেপ গ্রহণ এখনি দরকার বলে মনে করেন উপজেলাবাসী।