কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের ইউএনও (নির্বাহী অফিসার) রুবাইয়া খানম কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মু: মুশফিকুর রহমান এর সাথে ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেন।
কর্মসম্পাদন চুক্তির এই অনুষ্ঠানটি কুমিল্লা জেলা প্রশাসকের হল রুমে অনুষ্ঠিত হয়। নতুন অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, এস.এম. গোলাম কিবরিয়া, উপপরিচালক, স্থানীয় সরকার, কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাহমিদা মুস্তফাসহ আরো অনেকে।
উল্লেখ্য যে, উক্ত বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে উপজেলায় ১৬ টি খেলার মাঠ, প্রতিটি ইউনিয়নে একটি করে ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব গঠন এবং প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে মা ও শিশু কর্ণার স্থাপন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ব্যাপক আকারে প্রায় ১০ হাজার গাছের বৃক্ষরোপণ কর্মসূচি, প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রতিষ্ঠান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের কথাও বলা আছে। স্বাক্ষরিত চুক্তিতে সরকারি রাজস্ব আদায়ে কার্যকর ভূমিকা এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যথাযথ মনিটরিং কে গুরুত্ব দেয়া হয়েছে।
ইউএনও রুবাইয়া খানম জানান, ‘স্মার্ট সদর দক্ষিণ উপজেলা গঠনে এপিএ বাস্তবায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ’।