ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল এলাকায় সড়কের পাশ থেকে সরকারি গাছ চুরির অভিযোগে ঢেউখালী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান মোস্তফা মৃধাকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ।
৬ জানুয়ারি সোমবার রাতে মোস্তফার বিরুদ্ধে সড়ক থেকে সরকারি গাছ চুরির অভিযোগে মামলা দায়ের করেন ঢেউখালী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. জাহিদ হোসেন। পরে সে মামলায় তাকে গ্রেফতার করে এবং কর্তন গাছ জব্দটি করে হেফাজতে নিয়েছে সদরপুর থানা পুলিশ। স্থানীয়রা জানান, কোন প্রকার সরকারি সিদ্ধান্ত ও নিলাম ছাড়াই সরকারি ৪টি বড় গাছ কেটেছেন মোস্তফা মৃধা। বিগত সময়ে আওয়ামী লীগের ছত্রছায়ায় পদ্মা-আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা পরিচালনাসহ এলাকায় জোর জুলুম করেছেন। তার বিরুদ্ধে বালু মহালের মামলাও রয়েছে। এছাড়া ঢেউখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মিজানুর রহমানের শিশুপুত্র আল রাফসান হত্যা মামলার প্রধান আসামি হিসেবে তার নাম রয়েছে। এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন জানান, তার বিরুদ্ধে সরকারি গাছ চুরির মামলা দায়ের হয়েছে। এছাড়াও পিবিআইতে তার বিরুদ্ধে একটি মার্ডার কেসের মামলা তদন্তনাধীন রয়েছে। ৫ আগস্ট সদরপুর থানা ভাঙ্গ চুড়ে তার সম্পৃক্ততা ছিলো কিনা সেটাও তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আজ তাকে আদালতে পাঠানো হবে।