ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ২ নং আকোটের চর ইউনিয়নের মনিকোঠা বাজারের ইউনিয়ন পরিষদের অফিসে বারান্দার সামনে আজ রবিবার সকালে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
ঘন কুয়াশার চাদর মুড়ি দিয়ে আসে শীত উত্তরে হিমেল হাওয়া হাড়ে কাঁপন লাগিয়ে শীত আসে তার নিজস্ব গতি ও রূপ নিয়ে, শীতের দিনে এ সৌন্দর্য দেখা যায় সকালে, মাদুর পাটি পেতে অসহায় দুস্থ গরীব মানুষ তীব্র শীতে কনকনে ঠান্ডায় কাপে থরথর করে। অনেকেই শীত রোদ রোত পোয়াতে সচ্ছন্দ্যবোধ করে, শীতের ভোরে থেকে সকাল থাকে কুয়াশায় ঢাকা, দিগন্ত বিস্তৃত সাদা শাড়ি দিয়ে যেন প্রকৃতকে ঢেকে রাখে কুয়াশার আড়ালে, ঘড়ির দিকে তাকাইলে সকাল শীতের কখন হয় টের পাওয়া যায়। প্রকৃতি এ সময়ে তীব্র শীতে বাইরে কন কনে শীত কিছুতেই মন চায় না বিছানার থেকে ত্যাগ করা,ছোট ছোট ছেলে মেয়ে কন্যা শিশু সূর্যের মুখ দেখার জন্য বারবার জালনার ফাঁকে উঁকি মারে, কোথাও আগুন পোহানোর দৃশ্য চোখে পড়ে কিনা, শীতের সকাল গ্রামগঞ্জে মানুষের জন্য খুবই কষ্টদায়ক। শীত নিবারণের মত প্রয়োজনে কাপড় চোপড় তাদের থাকে না, শীতের তীব্রতা উপেক্ষা করে খুব সকালে তাদের মাঠে ময়দানে বের হতে হয়। তবুও এই সময়ে মানবতার দিকে চেয়ে অনেকেই এগিয়ে আসে শীতার্ত দের পাশে। শীত উপলক্ষে দুস্থ এতিম মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক কর্মসূচির সহায়তার আওতায় সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে