ময়মনসিংহের ত্রিশালে বাস চাপায় গার্মেন্টেসের ছয় কর্মী ও মানিকগঞ্জের ভাটবাউরে ট্রাকের ধাক্কায় লেগুনা খাদে পড়ে চার জন নিহত হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (১১ অক্টোবর) সকালে শেরপুর থেকে ঢাকাগামী এস এস ট্রাভেলসের একটি বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাটে চাকা পাঙচার হলে বাসের যাত্রীরা অন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন। রাসেল স্পিনিং-এর একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের তুলছিল। এসময় পেছন থেকে আরেকটি বাস দ্রুত গতিতে এসে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। আহত ১০ জনের চিকিৎসা চলছে হাসপাতালে।
এদিকে, সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে, মানিকগঞ্জের ভাটবাউর উপজেলায় ট্রাকের ধাক্কায় লেগুনার চার যাত্রী নিহত হয়েছেন। পুলিশ জানায়, যাত্রী নামানোর জন্য সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লেগুনাকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালের পানিতে পড়ে গেলে মৃত্যু হয় ৪ জনের।