সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১১ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এসএম রেজাউল করিম। মঙ্গলবার মন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, মাননীয় সংসদ সদস্য শেখ এ্যানী রহমান আর নেই।
আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
শেখ এ্যানী রহমান একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৯ (পিরোজপুর-১) থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগের একজন রাজনীতিক। এ্যানী রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী এবং সম্পর্কে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার চাচি ছিলেন।
শেখ এ্যানী রহমান পিরোজপুর জেলার স্বরূপকাঠীতে জন্মগ্রহণ করেন। তার বাবা অ্যাডভোকেট এনায়েত হোসেন খান ছিলেন তৎকালীন বাকেরগঞ্জ-১৬ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি। ২০ ফেব্রুয়ারি ২০১৯ সালে সংসদ সদস্য হিসেবে শপথ নেন এ্যানী রহমান।