![InShot_20230625_185702463](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/06/InShot_20230625_185702463.jpg)
চলতি বছরের শেষে বা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংসদের বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় অংশ নিয়ে রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী এ বিষয়ে কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের চলমান মেয়াদে এটাই শেষ বাজেট। তবে একেবারে শেষ বাজেট কি না, সেই সিদ্ধান্ত জনগণ ভোটের মাধ্যমে নেবে।’
এসময় মূল্যস্ফীতি বিবেচনায় সরকারি চাররিজীবীদের ৫ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হবে বলেও সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সংসদ নেতা বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যে একটি বাজেট দেওয়াই বড় ব্যাপার। সংকটের মধ্যেও শক্ত হাতে অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা হয়েছে।’
প্রধানমন্ত্রী জানান, বেশি দামে পণ্য আমদানি করতে গিয়ে রিজার্ভে টান পড়েছে। বলেন, ‘আরও ৪/৫ মাস খাদ্য কেনার সক্ষমতা আছে বাংলাদেশের।’
উল্লেখ্য, একাদশ সংসদের মেয়াদ ২০২৪ সালের ২৯ জানুয়ারি শেষ হবে। সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।
২০১৯ সালের ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সেই হিসাবে ২০২৩ সালের ২ নভেম্বর থেকে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন করতে হবে।