সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশে গত বৃহস্পতিবার থেকে হালকা বাতাসের সঙ্গে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আমিরাতে এটি গত ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অস্থিতিশীল আবহাওয়ার কারণে গাড়ি চালানোর সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে।
এ বিষয়ে মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানায়, তীব্রতর বৃষ্টির সময় উপত্যকার মধ্য দিয়ে বন্যা এবং জল প্রবাহিত হতে পারে। বাসিন্দাদের যেকোনো ঝুঁকি এড়িয়ে চলতে বলা হয়েছে এবং উপত্যকা ও বিপজ্জনক অঞ্চলে চলাফেরা না করতে সতর্ক করে দেওয়া হয়েছে।
সোমবার (৩ জানুয়ারি) ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) জানায়, আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, রাস আল-খাইমাহ, আল-আইন এবং ফুজাইরাসহ কিছু অংশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
এদিকে বৃষ্টির কারণে দুবাই এক্সপো ২০২০, গ্লোবাল ভিলেজ এবং ক্যাম্পাস জার্মানি প্যাভিলিয়ন সহ প্রধান বিনোদন স্থানগুলি রোববার বন্ধ ছিল। দুবাই শপিং ফেস্টিভ্যালের আতশবাজিও খারাপ আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে।