ঝিনাইদহে শ্রেণিকক্ষ থেকে প্রধান শিক্ষক নজরুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
বুধবার সকাল ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, সকালে শিক্ষক শিক্ষার্থীরা স্কুলে এসে ঝুলন্ত মরদেহ দেখতে পেলে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ পোস্টমর্টেমের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Drop your comments: