শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বৃস্পতিবার (৩১ আগস্ট) শুরু হয়েছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। গত কয়েক বছরে এ দু’দলের লড়াই পেয়েছে ভিন্ন মাত্রা। একদিকে আসরের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, অন্যদিকে চলতি বছর ওয়ানডেতে দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশ। এমন ম্যাচে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
শুষ্ক উইকেটের বিবেচনায় ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিং নেওয়ার কারণ হিসেবে সাকিব বলেন, ‘উইকেট শুষ্ক। আশা করি ভালো রান তুলতে পারব স্কোরবোর্ডে। কারণ, শ্রীলঙ্কা খুবই শক্তিশালী দল, বিশেষ করে ঘরের মাঠে। আমরা শুধু আজকের ম্যাচ নিয়ে ভাবছি। তিন স্পিনার ও পেসার নিয়ে খেলব আমরা।’
ঘরের মাঠে খেলা হলেও শ্রীলঙ্কা মানসিকভাবে পিছিয়ে থাকবে কিছুটা। চোট সমস্যায় দলের বেশ কয়েকজন তারকা বোলার ছিটকে গেছেন আসর শুরুর আগেই। অন্যদিকে চোটের কারণে বাংলাদেশ পাচ্ছে না লিটন দাস ও ইবাদত হোসেনকে। তবে, আজ বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষিক্ত হয়েছেন ব্যাটার তানজিদ হাসান তামিম।
এই মাঠে খুব একটা হাইস্কোরিং ম্যাচ হয় না। ২৫০-২৮০ রান এখানে যথেষ্ট চ্যালেঞ্জিং স্কোর। তাই, দায়িত্ব নিয়ে খেলতে হবে পুরো বাংলাদেশ দলকেই। তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়ে গড়া বর্তমান বাংলাদেশ দল। চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের সামনে সুযোগ ওয়ানডেতে চলতি বছরের ধারাবাহিকতা ধরে রেখে এশিয়া কাপে ভালো কিছু করার।
সূত্র: এনটিভি