ক্রমাগত বিক্ষোভ এবং তা নিয়ে সহিং-সতার জেরে বিক্ষোভকারীদের সরে যাওয়ার আল্টিমেটাম দিয়েছে লংকা সরকার
আল্টিমেটাম শেষে দেখা মাত্র গুলির নির্দেশ পেয়েছে শ্রীলংকান আর্মি এবং আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।
এ সংক্রান্ত একটি ডিক্রী জারী করা হয়েছে,যাতে বলা হয়েছে শৃংখলা ভংগ হলে দেখামাত্র গুলি করা হবে এবং তার জন্য কোনরুপ মামলা আমলে নিবে না সেদেশের আদালত।
একই সাথে বিক্ষোভে জড়িত ৩৫০০ জনকে সিসিটিভি এবং ভিডিও ফুটেজের মাধ্যমে সনাক্ত করেছে শ্রীলংকার ইন্টালিজেন্স এজেন্সী।রাত ১২ টার পর থেকেই চলছে চিরুনী অভিযান।
বিরোধীদলগুলোর অনেক নেতাকে আটকের চেষ্টা চলছে,অন্যদিকে অনেক সাধারণ নাগরিককে রাতে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর বেরিয়েছে।ঘর থেকে দরকার ছাড়া বের হলেও গুলি করার হুশিয়ারীর পাশাপাশি বিভিন্ন স্থানে বিদ্যুত এবং ইন্টারনেট সংযোগ বিছিন্ন করা হয়েছে।
স্পেশাল ফোর্সকে নিয়ে পুরো দেশজুড়ে অপারেশন চালাতে যাচ্ছে শ্রীলংকান অথোরিটি। সংবাদ মাধ্যম গুলোতে সেন্সরশিপের পাশাপাশি আহত বিক্ষোভকারীদের ধরতে হাসপাতালে অভিযান চালানো হচ্ছে।
একই সাথে নতুন করে কোন আহত রোগী আসলে তা যেন অথোরিটি কে অবহিত করা হয় তা নিয়ে অলিখিত নির্দেশ দিয়েছে শ্রীলংকান প্রশাসন।তামিল টাইগারদের সাথে যুদ্ধ শেষের পর এই প্রথম এতটা কঠোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা।
এ ঘোষণার পর থেকে রাস্তাঘাট থেকে সরে গিয়েছে বিক্ষোভকারীরা।এ পর্যন্ত বেশ কয়েকজনের উপর গুলি চালানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।