তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজা’সহ মোঃ আল আমিন মিয়া ও মোঃ সুমন মিয়া নামে দুইজন’কে আটক করা হয়েছে।
গতকাল বুধবার (২২শে মে) বিকেলে শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাশ সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকার চা কন্যা ভাস্কর্যের সামনে থেকে তাদের’কে আটক করেন।
শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে সিএনজি অটোরিক্সা একটি বড় মাদকের চালান শ্রীমঙ্গল আসছে। গোপনসুত্রে পাওয়া এই তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল-হবিগঞ্জ রোডের চা কন্যা ভাস্কর্যের সামনে একটি সিএনজি অটোরিকসা থেকে দুই জনকে আটক করা হয়। পরে সিএনজি তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তার ভেতরে স্কচটেপ দিয়ে পেচানো দুটি বান্ডিল থেকে মোট ৮ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় আটককৃত দুই ব্যাক্তি এবং পলাতক একজনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার আমতলী গ্রামের মোঃ জিতু মিয়ার ছেলে মোঃ আল আমিন মিয়া, চুনারুঘাটের বাসিন্দা মোঃ জাফর আলীর ছেলে মোঃ সুমন মিয়া।