তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ২১ আগষ্ট ইতিহাসের নারকীয় গ্রেনেড হামলার ভয়াল সেই দিন আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার শান্তি সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী উপলক্ষে আজ রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ বিক্ষোভ মিছিলে বের করে। পরে চৌমুহনা চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক জগৎজ্যেতি ধর শুভ্রর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. হরিপদ রায়, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আছকির মিয়া, উপজেলার কালাপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মতলিব, ভুনবীর ইউপি চেয়ারম্যান আব্দুর রসিদ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেবনাথ, পৌর আওয়ামীলীগের সভাপতি শাহিন আহমেদ সহ ইউপি আওয়ামীলীগ, উপজেলা ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।