শ্রীমঙ্গলে ‘পৌরসভা মিলনায়তন কাম গ্রন্থাগার’ পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে চার দশক পর পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে ‘শ্রীমঙ্গল পৌরসভা মিলনায়তন কাম গ্রন্থাগার’-এর।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়দের তথ্যানুযায়ী, প্রায় চল্লিশ বছর আগে প্রতিষ্ঠিত এ গ্রন্থাগারটি গত ১৩ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। এরই মধ্যে প্রায় আট বছর ধরে ‘উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ কলেজ’ নাম ব্যবহার করে ভবনটি অবৈধভাবে দখল করে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হয়। তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং সাবেক কৃষিমন্ত্রী।

তথ্য অনুসন্ধানে জানা যায়, ১৯৮৩ সালে ‘শ্রীমঙ্গল পাবলিক লাইব্রেরি’ প্রতিষ্ঠা করা হয়। তবে ২০১২ সাল থেকে লাইব্রেরিটি বন্ধ রয়েছে। একসময় এখানে শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, চিকিৎসক, প্রকৌশলী এবং অবসরপ্রাপ্ত নাগরিকদের প্রাণবন্ত আড্ডা বসত।

স্থানীয়রা জানান, এই লাইব্রেরিটি একসময় ছিল জ্ঞানপিপাসু মানুষের অন্যতম কেন্দ্র। ছুটির দিন বাদে প্রতিদিন বিকেলে বইপ্রেমীদের ভিড়ে সরগরম থাকত গ্রন্থাগারটি।
১৯৮৩ সালের ২২ জুলাই পৌর কার্যালয়ের একটি টিনশেড কক্ষে ‘শ্রীমঙ্গল গণগ্রন্থাগার’ নামে এটি প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে ১৯৮৪ সালে কলেজ রোড এলাকায় জেলা প্রশাসকের খাস খতিয়ানভুক্ত ০.১৫ একর জমি উপজেলা প্রশাসনের নামে বন্দোবস্ত দিয়ে সেখানে টিনশেড ভবন নির্মাণ করা হয়। ১৯৯৩ সালে উপজেলা প্রশাসন ভবন ও জমি পৌরসভার কাছে লিখিতভাবে হস্তান্তর করে এবং এর নামকরণ হয় ‘শ্রীমঙ্গল পৌরসভা অডিটোরিয়াম কাম লাইব্রেরি’

পরে সচেতন নাগরিক সমাজ অবৈধ দখলদারদের হাত থেকে লাইব্রেরি ও শিশু উদ্যান উদ্ধার এবং পুনরায় চালুর দাবিতে একাধিকবার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে।

অবশেষে সেই দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে উদ্যোগ নেন পৌর প্রশাসক ও ইউএনও মো. ইসলাম উদ্দিন

পৌর নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে দুই তলা বিশিষ্ট ‘শ্রীমঙ্গল পৌরসভা মিলনায়তন কাম গ্রন্থাগার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। নিচতলায় থাকবে আধুনিক লাইব্রেরি এবং দ্বিতীয় তলায় কফি কর্নার, বয়স্কদের বিশ্রামাগার ও শিশু-কিশোর পাঠককেন্দ্র। প্রকল্পটির মোট আয়তন ৩,৯১৯ বর্গফুট—এর মধ্যে নিচতলা ২,৮২৫ এবং দ্বিতীয় তলা ১,০৮৪ বর্গফুট। প্রকল্পের বাজেট ধরা হয়েছে ৯৯ লাখ ৩৩ হাজার ৫৫৮ টাকা

পৌর প্রশাসক ও ইউএনও মো. ইসলাম উদ্দিন বলেন, “উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবিকে বাস্তবে রূপ দিতে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রকল্প প্রস্তাব পাঠিয়েছিলাম। অনুমোদন পাওয়ার পর এখন কাজ শুরু হয়েছে। এটি শুধু একটি গ্রন্থাগার নয়—এটি হবে শিক্ষার্থী, পাঠক ও প্রবীণ নাগরিকদের মিলনমেলা এবং জ্ঞানচর্চার একটি আধুনিক কেন্দ্র। আশা করছি, এটি শ্রীমঙ্গলের মানুষের মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *