![InShot_20221205_194957270](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/12/InShot_20221205_194957270.jpg)
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসলা কারখানায় অভিযান পরিচালনা করেছে মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় নিম্নমানের মসলায় কেমিক্যাল ও রং মিশিয়ে বাজারজাত করার অপরাধে ২টি মসলা কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র্যাব-৯ ফোর্সে একটি টিমের সহযোগিতায় শ্রীমঙ্গল পৌর শহর এলাকার বিভিন্ন মসলা কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় মানবদেহের মারাত্মক ক্ষতিকারক রং মশলায় মিশিয়ে বাজারজাত করার অপরাধে সোনার বাংলা রোডে অবস্থিত রকিব মশলার মিলকে ২০ হাজার টাকা, নতুন বাজারে অবস্থিত মাসুম মশলার মিলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে জেলা সহকারী পরিচালক মো: আল-আমিন জানান, মশলার মিল মালিকরা মসলার সাথে রং মিশানোর বিষয়টি প্রথমে অস্বীকার করেলও পরে রং মিশানোর কথা তারা স্বীকার করলে ২টি প্রতিষ্টানকে ভোক্তা আইনে জরিমানা করা হয়।
এছাড়াও শ্রীমঙ্গলের সকল মশলার মিল মালিকদের সতর্ক করতে আগামীকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ে ডাকা হয়েছে।
আজকের অভিযানে সর্বমোট ২টি প্রতিষ্টানকে বিশ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।