তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোড়ের হাবিব মার্কেটের সামনে খুলনা হতে আসা চানাচুর ভর্তি একটি কাভার্ড ভ্যান দাড় করিয়ে চানাচুর আনলোড করছিল, এসময় চট্টগ্রাম হতে ফিনলে চা কোম্পানীর ডিনস্ট্রন চা ফ্যাক্টরীতে আসা চা বোঝাই কাভার্ড ভ্যানটি দাড়িয়ে থাকা চানাচুরের কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দিলে চাপাতা বোঝাই ভ্যানের ড্রাইভার লোকমান মিয়া গাড়িতেই মারা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত চালক বদলি ড্রাইভার ছিল। কাভার্ড ভ্যানের মুল চালক রাশেদ শারিরীক অসুস্থ্য থাকার কারণে লোকমানকে দিয়ে চট্রগ্রাম থেকে চা নিয়ে শ্রীমঙ্গলে পাঠিয়েছিল।
সোমবার ১৪ জুন দিবাগত রাত ১ টায় শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডের হাবিব মার্কেটের বাম পাশে থাকা ঢাকা মেট্রো -ট ১৩-৫৩ ৯৯ কাভার্ড ভ্যান গাড়িটি হাবিব মার্কেটে চানাছুড় আনলোড করার জন্য দাড়াঁলে পিছন থেকে নিউ মধুমতি ট্রান্সপোর্ট কাভার্ড ভ্যান ঢাকা মেট্রো ট ২৪-৫৬৮২ এই কাভার্ড ভ্যান টি ধাক্কা দেয়।
খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও শ্রীমঙ্গল থানা পুলিশসহ স্থানীয়রা নিউ মধুমতি ট্রান্সপোট কাভার্ড ভ্যানটির চালক লোকমান’কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে। নিহত লোকমান চালকের বাড়ি চট্রগ্রামের খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বাসিন্দা।