তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মুসলিম উম্মাহর দ্বিতীয় বড় উৎসব পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানির মধ্য দিয়ে দেশের মুসলমান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন অনুষ্ঠিত হয়েছে। ঘরে ঘরে ত্যাগের আনন্দে মহিমান্বিত হবে মন।
কোরবানির মধ্য দিয়ে নিজের ভেতরের পশুত্বকে পরিহার করা ও হজরত ইব্রাহিম (আ.)-এর মহান আত্মত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুসল্লিরা নিকটস্থ ঈদগাহ বা মসজিদে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন। খতিব নামাজের খুতবায় তুলে ধরবেন কোরবানির তাৎপর্য। কাঁধে কাঁধ মিলিয়ে ধনী-গরিব-নির্বিশেষে সবাই একত্রে নামাজ আদায় করেছেন। শুভেচ্ছাবিনিময় করে কোলাকুলির মাধ্যমে।
নামাজ শেষে আল্লাহ তায়ালার উদ্দেশ্যে পশু কোরবানি এই ঈদের প্রধান কর্তব্য। পরে আরও দুই দিন, অর্থাৎ ১১ ও ১২ জিলহজেও পশু কোরবানি করার বিধান আছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈরি আবহাওয়ায় কিছুটা ভাটা পড়লেও কলেজ রোডস্থ জামে মসজিদে ঈদের নামাজের প্রথম জামাত আদায় করা হয় সকাল ৭টায়। শ্রীমঙ্গল জামে মসজিদে পবিত্র ঈদুল আজহা এর জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজের প্রথম জামাতে বয়ান পেশ করেন জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী।
উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি, পৌর মেয়র মহসিন মিয়া মধু,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু তালেব প্রমূখ।