তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন কৃষকদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৮০টি কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অধিনে ও উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় আমন মৌসুমে কৃষকদের মাঝে ৮০টি কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে।
কৃষিযন্ত্র বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে কৃষিযন্ত্র বিতরণ করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, কৃুষি অফিসার নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: ছালিক আহমেদ, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি আশিকুর রহমান প্রমূখ। অনুষ্টানে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন কৃষকদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৮০ টি এই কৃষিযন্ত্র বিতরণ করা হয়।