![InShot_20221028_235507560](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/10/InShot_20221028_235507560-scaled.jpg)
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অদ্য শুক্রবার (২৮ অক্টোবর) রাতে শ্রীমঙ্গল শহরতলীর রামকৃষ্ণ মিশন রোড এলাকা থেকে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ টিপু মিয়া (৩৮) নামে একজনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানার এসআই তীর্থঙ্কর দাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করে রাত ৯ টার সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে মিশন রোড এলাকায় এক ব্যাক্তি ইয়াবা পরিবহন করছে। এসআই তীর্থঙ্কর এবং থানার একটি দলসহ আরকে মিশন রোডের এসএ এন্টার প্রাইজের সামনে সন্দেহভাজন মনে হওয়ায় টিপু মিয়াকে তল্লাশি করে। তল্লাশির পর তার পকেট থেকে পলিথিনে মোড়ানো ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধার করে জব্দ করে আটক করা হয়।
এই বিষয়ে সত্যতা নিশ্চিত করতে অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই তীর্থঙ্কর এর সাথে রাত সাড়ে ১১টার দিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। আসামি টিপু মিয়ার বিরুদ্ধে পূর্বে ও একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়াও নারী শিশু নির্যাতন আইনে মামলা রয়েছে আদালতে বিচারাধীন অবস্থায় আছেন বলে তিনি নিশ্চিত করেন।