তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: চলমান চুরি, ডাকাতি, মাদক এবং আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বিশেষ অভিযান পরিচালনাকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশ কতৃক এক অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (১৯ মে) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে গোপন তথ্য মোতাবেক এসআই(নিঃ) সুব্রত চন্দ্র দাস এর নেতৃত্বে শ্রীমঙ্গল পৌর এলাকার স্টেশন রোডস্থ রুপালী শপিং সেন্টার এর সামনে থেকে ১২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ শহরের মাদক সম্রাট মৃত গ্যারেজ খোকন এর ছোট ভাই একাধিক মাদক মামলার আসামী মোঃ আনোয়ার হোসেন (৪২)কে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ব্যাক্তি আনোয়ার হোসেন সোনার বাংলা রোডের মৃত আব্দুল খালেক এর ছেলে।
উক্ত বিষয়ে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে মামলা রুজু পূর্বক বিচারের নিমিত্তে গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশি দায়িত্বের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানা পুলিশের এসআই সুব্রত চন্দ্র দাসের সাথে যোগাযোগ করলে তিনি তার সত্যতা নিশ্চিত করেন এবং আসামীকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান।
উল্লেখ্য, গত ২৭শে মার্চ রাতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২শ পিস ইয়াবাসহ একই স্থান সোনার বাংলা রোড়ে ফাহিম হোসেন নামে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। কিন্তু এপ্রিল মাসের ২৩ তারিখ নাগাদ আদালতের মাধ্যমে আবার ও ছাড়া পেয়ে সেই পূর্বের ন্যায় হতে জোরেসুরে জমজমাট বাণিজ্য চালিয়ে যাচ্ছে। আর ঐ ব্যাক্তি ও আজকের গ্ৰেফতারকৃত আনোয়ার একি পরিবারের ভাইয়ের মেয়ে জামাই ফাহিম হোসেন। এদের দ্বারা এই উপজেলার অলিতে গলিতে যুব সমাজ সহ পরিবেশের ভারসাম্য আইন-শৃঙ্খলা বিঘ্নিত হবার মূল কারণ।