কাতারে কর্মরত বিদেশি শ্রমিকদের জন্য রয়েছে সুখবর। গতকাল (৩০ আগস্ট) কাতারের আমির বিদেশি শ্রমিকদের কল্যাণে তিনটি আদেশে স্বাক্ষর করেন।
এই আদেশ গুলোতে আমির শেখ তামিম বিন হামাদ আলথানি কাতারে বিদেশি শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি নির্ধারণের পাশাপাশি কোম্পানি পরিবর্তনের নিয়ম আরো সহজ করেছেন। নতুন এই আইনে কাতারে বিদেশি শ্রমিকদের বেতন হিসেবে সর্বনিম্ন ১০০০ রিয়াল নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর সঙ্গে থাকা বাবদ ৫০০ রিয়াল এবং খাওয়া বাবদ ৩০০ বিয়ার মিলিয়ে আরো ৮০০ রিয়াল দিতে হবে প্রত্যেক বিদেশি শ্রমিককে। তবে নিয়োগকারী কোম্পানি যদি থাকা খাওয়ার ব্যবস্থা করে সেক্ষেত্রে শুধু বেতন দিতে হবে কমপক্ষে ১০০০ রিয়াল।
যেসব কোম্পানি শ্রমিকদের এই সর্বনিম্ন মজুরি দেবে না সেই কোম্পানিগুলো কোন ধরনের সরকারি সেবা গ্রহণ করতে পারবেনা।
এই আইন অমান্য করলে কোম্পানিকে প্রতিশ্রমিক হিসেবে সর্বনিম্ন দুই রিয়াল ও সর্বোচ্চ ছয় হাজার রিয়াল জরিমানা করা হবে অথবা কোম্পানির কর্তাকে এক মাসের জন্য কারাদণ্ড ভোগ করতে হবে।