জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত শোকসভার মঞ্চে তারকাদের সেলফি, হাসি-তামাশার ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্রে উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) এক শোকসভার আয়োজন করা হয়। শোকসভায় জায়েদ খান, ডিপজল, অপু বিশ্বাস, মৌসুমীসহ চলচ্চিত্র অঙ্গণের অনেকেই অংশ নেন। কিন্তু, অভিযোগ উঠেছে শোকদিবস উপলক্ষ্যে আয়োজিত শোকসভার মঞ্চে হাসি তামাশা ও সেলফি তোলায় মেতেছিলে তারকারা।
শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত শোকসভার ভাবগাম্ভীর্যের সাথে বেমানান আচরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পরেছেন চলচ্চিত্র শিল্পীদের কেউ কেউ। এছাড়া শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের সেলফিতে বিএনপিপন্থী হিসেবে খ্যাত খলনায়ক মনোয়ার হোসেন ডিপজলসহ কয়েকজন সুন্দরীদের নিয়ে বিজয়সুচক চিহ্ন (ভি চিহ্ন) দেখিয়েছেন। শোকসভায় এমন দু’টি ছবি নিয়ে রীতিমতো সমালোচনা শুরু হয়েছে।
চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, শোক দিবসের অনুষ্ঠানে প্রতিষ্ঠিত অভিনেতা-অভিনেত্রীদের এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। যারা বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠানে বসে হাসাহাসি করতে পারে তারা বঙ্গবন্ধুর আদর্শ ধারন করেনা।
এদিকে, শাকিব খানকে এ বিষয়ে জানতে ফোন করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া গেছে এবং মৌসুমী ফোন রিসিভ করেননি।