শেষ মুহূর্তে গোলের পর দলের জয় উদযাপন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন মিশরের এল মাগদের ফুটবল
জানা গেছে, হার্ট অ্যাটাকে মারা গেছেন তিনি। মৃত্যুকালে এল সেলহাদারের বয়স হয়েছিল ৫৩ বছর। এমন দুর্ভাগ্যজনক মৃত্যুর পর শোকের ছায়া নেমে এসেছে মিশরীয় ফুটবলাঙ্গনে। তাকে শ্রদ্ধার সঙ্গে বিদায় জানাচ্ছেন দেশটির বড় বড় সব ক্লাব।
মিশরের দ্বিতীয় সারির লিগ, এল মাগদের প্রতিপক্ষ এল জারকা। ৯০ মিনিটের পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে একটি গোল পায় এল মাগদ। তাতেই যেন আনন্দে আত্মহারা হয়ে যান এল সেলহাদার। সেটাই যে ছিল তার শেষ উদযাপন তা কে জানতো? হার্ট অ্যাটাকের পর দ্রুতই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু শেষরক্ষা আর হয়নি। ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সেলহাদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে তারই আগের দল ইসমাইলি এসসি। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ইসমাইলি বোর্ডের ডিরেক্টররা সেলহাদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। তিনি আসলেই একজন তারকাসম লোক, তিনি আমাদের দলকে কোচিংও করিয়েছেন। আকস্মিক হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে আমরা তিন দিনের জন্য শোক প্রকাশ করছি।
এল মাগদের চিরপ্রতিপক্ষ দল আল আহলি। তারাও শোক জানিয়েছে এল সেলহাদেরের প্রতি। এক ঘোষণায় তারা বলেছে, এল সেলহাদারের মৃত্যুতে আমাদের ক্লাবের পক্ষ থেকে শোক জ্ঞাপন করছি। এটা অনেক বড় দুঃখজনক এক সংবাদ।
এল মাগদও কোচের মৃত্যুতে ছয় দিনের শোক ঘোষণা করেছে। পাশাপাশি দলের পরের ম্যাচও স্থগিত করা হয়েছে।