শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার কিছু হলে আওয়ামী লীগ ঘরে বসে আঙুল চুষবে না। আওয়ামী লীগ রাজপথে আছে, রাজপথে থাকবে।
শুক্রবার (১০ জুন) রাজধানীতে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অনুষ্ঠানে এ কথা বলেন ওবায়দুল কাদের।
শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে অনুষ্ঠিত সমাবেশে মিছিল নিয়ে জড়ো হন নগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীরা। সমাবেশে আওয়ামী লীগ নেতারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, আজকে যারা পচাত্তরের কলঙ্কময় হাতিয়ার গর্জে ওঠার স্বপ্ন দেখছে তাদের এই কথার মধ্য দিয়ে প্রমাণিত যে তারা পচাত্তর সালের সকল হত্যার সাথে জড়িত ছিল।
লুটপাট আর মিথ্যাচার বিএনপির অস্থিমজ্জায় মিশে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকারের অব্যাহত উন্নয়ন দেখে বিএনপি নেতারা চোখে সর্ষে ফুল দেখছে।
পরে বিক্ষোভ মিছিলটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে মৎস্য ভবন, কাকরাইল ঘুরে বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে শেষ হয়।