আওয়ামী লীগ সরকার পেছন দরজা দিয়ে নয়, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ধারাবাহিকভাবে ক্ষমতায় আছে। আর শেখ হাসিনা সব সংকট মোকাবেলা করে সরকার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। এসময় তিনি বলেন, শেখ হাসিনার আমলে কৃষকরা মায়ের কোলে আছে।
শনিবার (৩০ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউয়ে কৃষক লীগের উদ্যোগে আয়োজিত ‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মতিয়া চৌধুরী বলেন, এখন সারের জন্য, বীজের জন্য কোনো হাহাকার নেই। কৃষকদের প্রয়োজনের বিষয় সরকার সব সময় খেয়াল রাখে।
আজকে শুধু চাল নয় অনেক খাদ্যপণ্য উৎপাদনেই বাংলাদেশ বিশ্বে এগিয়ে আছে মন্তব্য করে সাবেক এই কৃষিমন্ত্রী বলেন, কৃষি এখন শুধু পা ফাটা মানুষের জন্য নয় এখন যান্ত্রিকীকরণের ফলে অন্যরাও কৃষিকাজে আগ্রহী হচ্ছে।
অনুষ্ঠানে মতিয়া চৌধুরী বলেন, অবিশ্বাসকে বিশ্বাস আর অসম্ভবকে সম্ভবে পরিণত করার নাম শেখ হাসিনা। এছাড়া সবাইকে শেখ হাসিনার সাথে থাকার প্রতিজ্ঞা করতেও বলেন তিনি।